← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ – আতঙ্কের কারণ আছে কি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করোনার নতুন উপ প্রজাতি কেপি.২-এর বাড়বাড়ন্ত এরাজ্যসহ ভারতের আরো কয়েকটি রাজ্যে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর বাংলায় করোনার এই নয়া উপ প্রজাতিতে আক্রান্ত অন্তত ৩০ জন।
এর আগে গোটা দেশের মধ্যে কেপি.২-তে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকে। এবার বাংলাতেও নয়া উপ প্রজাতিতে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনার এই উপ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ২৭২ জন।
গত চার মাসে এ রাজ্যে করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে কপি.২ পজিটিভ ৩০ জন। তবে এই উপ প্রজাতি ঘিরে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের।