রাজ্য বিভাগে ফিরে যান

দৃষ্টিভঙ্গির খবরে শিলমোহর তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী BJP সাংসদ কুনার হেমব্রম

May 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোটের মুখে আরও বিপাকে পদ্ম শিবির। ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম পদ্ম ছেড়ে আজ জোড়াফুলে যোগ দিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ দলের জেলা ও রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা জানান কুনার। তবে সাংসদ পদে ইস্তফা দেননি। দলত্যাগের পর ঝাড়গ্রাম স্টেশনে রেলের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সাংসদ। সে সময় দৃষ্টিভঙ্গি জানিয়েছিল তৃণমূলে যোগ দিতে পারেন ঝাড়গ্রামের সাংসদ। আজ সে সম্ভাবনা বাস্তবে পরিণত হল।

উল্লেখ্য, ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী তথা সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনের ভগ্নীপতি হলেন কুনারের হেমব্রম। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার সম্পর্কে সাংসদের শ্যালিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #Kunar Hembram, #JHARGRAM

আরো দেখুন