আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

দুর্ঘটনায় সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি – বিমান দুর্ঘটনা আর কোন কোন বিশ্ব নেতার প্রাণ কেড়েছে?

May 21, 2024 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হেলিকপ্টার দুর্ঘটনায় ১৯ মে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আকাশপথে প্রতি মুহূর্তে রয়েছে বিপদের আশঙ্কা। এমনই দুর্ঘটনায় প্রান হারিয়েছেন বহু বিশ্বনেতা। জেনে নিন তাঁরা কারা –

ইব্রাহিম রাইসি :

ইব্রাহিম রাইসি

১৯ মে রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা সঙ্গে সঙ্গে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ আরও অনেক আরোহী।

লেচ কাকজিনস্কি :

লেচ কাকজিনস্কি

২০১০ রাশিয়ার স্মোলেনস্ক বিমানবন্দরে অবতরণের সময় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাকজিনস্কি বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিলেন।

বরিস ট্রাজকভস্কি :

বরিস ট্রাজকভস্কি

২০০৪ সালে মেসিডোনিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট বরিস ট্রাজকভস্কিকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়।

রেনে ব্যারিয়েন্টোস :

রেনে ব্যারিয়েন্টোস

১৯৬৯ সালে নিহত হয়েছিলেন বলিভিয়ার রাষ্ট্রপতি রেনে ব্যারিয়েন্টোস।

ড্যাগ হ্যামারস্কজোল্ড :

ড্যাগ হ্যামারস্কজোল্ড ছবি সৌজন্যেঃ UNESCO

১৯৬১ সালের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব ড্যাগ হ্যামারস্কজোল্ড।

নেরিউ রামোস :

নেরিউ রামোস

১৯৫৮ সালের ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নেরিউ রামোসকে বহনকারী ক্রুজেইরো এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে তিনি মারা যান।

ল্যাডিস্ল সিকোরস্কি :

ল্যাডিস্ল সিকোরস্কি

১৯৪৩ সালের পোল্যান্ডের সৈনিক এবং নির্বাসিত সরকারের রাষ্ট্রনায়ক ল্যাডিস্ল সিকোরস্কির বিমান বিধ্বস্ত হয়েছিল। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনি।

মার্শাল হোসে ফেলিক্স :

মার্শাল হোসে ফেলিক্স

১৯৪০ সালে দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স।

আরভিড লিন্ডম্যান :

আরভিড লিন্ডম্যান

১৯৩৬ সালে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যান বিমানে করে যাচ্ছিলেন। সেই সময় ঘন কুয়াশার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছিলেন লিন্ডম্যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#world, #Death, #Accident, #Plane crash, #World leaders

আরো দেখুন