ঘূর্ণিঝড় রেমালের তান্ডব, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের কী অবস্থা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আছড়ে পড়েছে রেমাল, কলকাতা-সহ জেলায় জেলায় চলছে দুর্যোগ। বহু গাছ ভেঙে পড়েছে। হেলে গিয়েছে সিগন্যাল পোস্ট। ছিঁড়েছে বিদ্যুতের তার। সপ্তাহের প্রথম দিন সোমবার, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছে না। জানা গিয়েছিল, ট্রেন চলাচল শুরু হতে পারে সকাল নটার পর থেকে। এই প্রতিবেদন লেখার সময় খবর মিলেছে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিপন্ন যাত্রী চলাচল, বিপদের মুখে পড়েছেন বহু মানুষ। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিসে পৌঁছতে পারেননি অনেকেই। স্টেশনে অপেক্ষায় বহু মানুষ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে প্রবল বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।