রাজ্য বিভাগে ফিরে যান

রেমালের জেরে রেকর্ড বৃষ্টিপাত হল কলকাতায়

May 28, 2024 | < 1 min read

রেমালের জেরে রেকর্ড বৃষ্টিপাত হল কলকাতায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী থাকল কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময় শহরে গড়ে ২০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, উম-পুনের তুলনায় প্রায় তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে এই ২৪ ঘণ্টায়। এত বৃষ্টিপাত এযাবৎকালের রেকর্ড বলেও দাবি বিশেষজ্ঞদের।

পুরসভা জানিয়েছে, ২৪ ঘণ্টায় বালিগঞ্জ পাম্পিং স্টেশন চত্বরে শহরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত (২৬৪ মিমি) রেকর্ড হয়েছে। এক পুরকর্তা বলেন, ‘উম-পুনের সময় প্রবল গতিতে ঝড় চললেও সেই অর্থে ভারী বৃষ্টি হয়নি। খুব বেশি হলে গড়ে ৫০ মিমি বৃষ্টি হয়েছিল শহরে। কিন্তু রেমালের বৃষ্টি রেকর্ড।’ পুরসভার দাবি, এবার সেই জায়গায় ১৫০ মিমি বৃষ্টি হয়েছে। বছরে গড়ে ১৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় শহরে। অন্যান্য বছর মে মাস পর্যন্ত ৫০-৭০ মিমির মধ্যে ঘোরাফেরা করে বৃষ্টিপাতের পরিমাণ। এ বছর মে মাসের মধ্যেই প্রায় ৪০০ মিমি বৃষ্টি হয়ে গিয়েছে, যা নজিরবিহীন। একমাত্র ২০২১ সালে মে মাসে এতটা বৃষ্টি হয়েছিল। টানা বৃষ্টির জেরে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, শিয়ালদহ, বেলেঘাটার বিভিন্ন অঞ্চলে জল জমে যায়। রবিবার যখন প্রবল বৃষ্টি চলছে, সেই সময় (রাত ২টো থেকে ভোর ৫টা পর্যন্ত) জোয়ারের জন্য লকগেট বন্ধ রাখতে হয়েছিল। সোমবার সকাল থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গণেশ টকিজ, মহাত্মা গান্ধী রোডের বিভিন্ন অংশে দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে যায়। এদিনও বিকেলে প্রায় চার ঘণ্টা জোয়ারের কারণে লকগেট বন্ধ রাখতে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall, #Cyclone Remal, #Kolkata

আরো দেখুন