বিনোদন বিভাগে ফিরে যান

মির্জাপুর ৩ কবে মুক্তি পাচ্ছে?

June 8, 2024 | < 1 min read

মির্জাপুর ৩ কবে মুক্তি পাচ্ছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ৩ ঝড়ে কাবু ওটিটি-র দর্শক। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মির্জাপুর ৩-এর ক্লিপিং। সালটা ছিল ২০১৮। ওই বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল অ্যাকশন-ক্রাইম-ড্রামা মির্জাপুর। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর ২০২০-র ২৩ অক্টোবর মুক্তি পায় মির্জাপুরের দ্বিতীয় ভাগ। এবার মুক্তির পেতে চলেছে তৃতীয় পর্ব। ২০২৩-এর নভেম্বরেই শেষ হয়ে গিয়েছে মির্জাপুর ৩-এর শ্যুটিং।

বুধবার আমাজন প্রাইম ভিডিওর মুক্তি দেওয়া মির্জাপুরের তৃতীয় সিজিনের জন্য একটি প্রচারমূলক ভিডিও ভক্তদের মধ্যে উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। ভিডিওতে প্রমোদ পাঠক (জেপি যাদব) মির্জাপুরের তৃতীয় সিজেন ২২শে অগাস্ট মুক্তি পাবে বলে ঘোষণা করেন।

বুধবার আমাজন প্রাইম ভিডিওর মির্জাপুরের তৃতীয় সিজিনের জন্য একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে প্রমোদ পাঠককে (জেপি যাদব) মির্জাপুরের তৃতীয় সিজিনের মুক্তির তারিখ জিজ্ঞাসা করা হলে তিনি ২২শে অগাস্ট তারিখটি উল্লেখ করেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি নিশ্চিত কিনা, তিনি বিরক্ত হয়ে বলেন যে এটি একটি রাজনীতিবিদের প্রতিশ্রুতি, ফলে এর অন্যথা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #WebSeries, #OTT, #mirzapur 3

আরো দেখুন