← দেশ বিভাগে ফিরে যান
মন্ত্রিত্ব পেলেন নাড্ডা, এবার BJP-র সভাপতি বদল?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সাহায্য নিয়ে কোনওরকমে সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। রবিবার এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি এক ব্যক্তি, এক পদের নীতি অনুসারে নাড্ডাকে দলের সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে। ফলে শীঘ্র বিজেপিকে নয়া সভাপতি বেছে নিতে হবে।
রবিবার পূর্ণ মন্ত্রী পদে শপথ নেন নাড্ডা। তাঁর সভাপতিত্বেই লোকসভা ভোটে লড়াই করেছিল বিজেপি। অমিত শাহ ২০১৯ সালের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তাঁর জায়গায় দলের সভাপতি হয়েছিলেন জেপি নাড্ডা।