কলকাতা বিভাগে ফিরে যান

আজ মানিকতলা নিয়ে বৈঠকে মমতা, উপনির্বাচনে কে পাবেন শাসক দলের টিকিট?

June 11, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল উপনির্বাচনের দিনক্ষণ, মানিকতলা-সহ রাজ্যের মোট চার আসনে ১০ জুলাই বিধানসভার উপনির্বাচন হবে। মানিকতলায় কোন দল কাকে প্রার্থী করতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, আজ মানিকতলা নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার নবান্নে দলের নেতা কুণাল ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার ও অতীন ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও সারেন তৃণমূল নেত্রী। একটি কোর কমিটিও গড়ে দেন। মঙ্গলবার দুপুরে নবান্নে মানিকতলা বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ওয়ার্ডগুলির কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করবেন মমতা। লোকসভা ভোট কোথায় কেমন ফল হয়েছে, দলীয় সংগঠনের হাল কেমন, ইত্যাদি খোঁজখবর নিতে পারেন মমতা, এমনই খবর। উপনির্বাচনে প্রার্থী কে হবেন, বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।

ভোট ঘোষণা হওয়ায় মানিকতলায় স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন বিধায়কহীন থাকার পর অবশেষে ভোট হতে চলেছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মামলার জন্যে সেখানে উপনির্বাচন আটকে ছিল। সুপ্রিম কোর্ট কল্যাণ চৌবেকে ভর্ৎসনা করে। তারপর কলকাতা হাইকোর্টে করা ইলেকশন পিটিশন প্রত্যাহারের আর্জি জানান কল্যাণ। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই খুশি মানিকতলার ভোটাররা। বিভিন্ন কাজে বিধায়কের শংসাপত্র দরকার হয়। এতদিন ধরে এলাকা বিধায়ক শূন্য। অবশেষে ভোট ঘোষণা হয়েছে। এবার সমস্যা কাটবে বলেই মনে করছেন ভোটাররা। অনেকেই বলছেন, নতুন বিধায়ক পেয়ে এলাকাবাসী উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে বিধায়ক না থাকায় তহবিলের টাকা খরচ ব্যয় করা যাচ্ছিল না। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে টাকা পেলে কাজে গতি আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #politics, #candidate, #Maniktala, #West Bengal, #Kolkata

আরো দেখুন