দেশ বিভাগে ফিরে যান

থমকে গেল মুক্তি, জেলেই থাকতে হচ্ছে কেজরীওয়ালকে

June 20, 2024 | < 1 min read

জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনই মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল! দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল ইডি।কিন্তু বিচারক ন্যায় বিন্দু জামিন দেন। শুক্রবার সকালে জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, হাই কোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ কার্যকর হবে না। শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। অর্থাৎ, তত দিন পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #arvind kejriwal, #Bail, #Delhi liquor scam, #delhi

আরো দেখুন