রাজ্য বিভাগে ফিরে যান

ফের হাসপাতালে মমতা, হতে পারে অস্ত্রোপচার

June 21, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্য়ায়, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বুধবার দেখা গিয়েছিল নিউ টাউনের বেসরকারি হাসপাতালে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার ফের তাঁকে সেই হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। জানা গিয়েছে, গত বুধবার তাঁর চোখে পরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকা অপারেশনের পরামর্শ দিয়েছিলেন। সেই মতো শুক্রবার তিনি ওই নার্সিংহোমে আবার যান।

মুখ্যমন্ত্রীর চোখে ঠিক কী ধরনের সমস্যা হয়েছে? সূত্রের খবর, তাঁর চোখে ইমম্যাচিওরড ক্যাটারাক্ট বা অপরিণত ছানি হয়েছে। সেটাই অপারেশন করা হতে পারে। তবে এনিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।

এর আগে পায়ের চোট নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলেন মমতা। স্পেন সফরে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। বিদেশ সফর থেকে কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলেছিল। সেই সময় বাড়ি থেকে বেরতেও পারেননি অনেক দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #newtown, #hospital

আরো দেখুন