নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজধানীতে প্রবল জলসঙ্কট! সমাধানের দাবিতে শনিবার দিল্লির ওখলায় জল বোর্ডের সদর দপ্তরের দফতরের বাইরে বিক্ষোভ সমাবেশে বসেছিলেন খোদ বিজেপি কর্মীরাই। সেই বিক্ষোভ হঠাতে দিল্লি পুলিশ জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করল ! স্বাভাবিকভাবেই এই ঘটনায় তোলপাড় সমাজমাধ্যম। জলসঙ্কটের মধ্যে জলকামানের ব্যবহার মানে জল খরচ, আর তাই করেই করে বিক্ষুব্ধদের দমন করার পুলিশি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন।দিল্লি পুলিশ পুলিশের হাতে বিজেপি কর্মীরা পর্যদুস্ত হওয়াতেও তোলপাড় নেটমহল।
দেখুন ভিডিও:
VIDEO | #Delhi water crisis: BJP leader Ramesh Bidhuri leads a protest at Jal Board filling pump, Okhla. Police use water cannon on protesters.