দেশ বিভাগে ফিরে যান

‘জয় বাংলা’-‘খেলা হবে’ স্লোগানের মাঝে শপথ নিলেন বাংলার ২৬ জন তৃণমূল সাংসদ

June 25, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সংসদে সদ্য নির্বাচিত বাংলার জনপ্রতিনিধিদের অনেকেই শপথ নিলেন বাংলা ভাষায়। ‘খেলা হবে’ থেকে জয় বাংলা স্লোগান উঠল শপথের সময়। শপথ গ্রহণের পর তৃণমূল সাংসদদের গলায়। তবে এদিন তৃণমুলের সাংসদের মধ্যে তিনজন এদিন শপথ নেননি। তাঁরা আগামী ২-৩ দিনের মধ্যে শপথ নেবেন বলেই খবর।

তৃণমূলের ২৯ জন সাংসদের মধ্যে এদিন সংসদে ছিলেন না ঘাটালের সাংসদ দেব, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম। আগে থেকেই ঠিক ছিল, অভিনেতা-সাংসদ দেব বুধবার শপথ নেবেন। অন্যদিকে মেয়ের বিয়ের জন্য ব্যস্ত থাকায় এদিন শত্রুঘ্ন সিনহা যে আসতে পারবেন না, তা আগেই দলকে জানিয়ে দিয়েছিলেন । এছাড়া বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন বলে আসতে পারেননি।

তৃণমূল সাংসদদের মধ্যে কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান হিন্দি ভাষায় শপথ নেন। ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন সৌগত রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডলরা।

বাংলায় শপথবাক্য পাঠ করে সংস্কৃতে চন্ডীস্তোত্র পাঠ করতে শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অষ্টাদশ লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ

অষ্টাদশ লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন দমদমের তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বারাসাতের তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমান

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ কালীপদ সোরেন।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন জয়নগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডল।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ সাজদা আহমেদ।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন আরামবাগের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন হুগলির তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জি।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন মাথুরাপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি মণ্ডল

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের সাংসদ ডা: শর্মিলা সরকার

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বোলপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত কুমার মাল।

অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ


















এছাড়াও আজ বুধবার অষ্টাদশ লোকসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী (দেব)

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #AITC, #Trinamool Congress, #Oath Taking Ceremony, #Swearing In Ceremony, #Member of parliament

আরো দেখুন