দেশ বিভাগে ফিরে যান

লোকসভার ডেপুটি স্পিকার পদও NDA-র! ফের গণতন্ত্রের রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি?

June 28, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ CNN

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধীদের ছাড়া হবে না লোকসভার ডেপুটি স্পিকার পদ! এনডিএ জোটের সাংসদই বসবে ওই পদে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডেপুটি স্পিকার পদটি বিজেপির হাতে থাকবে, নাকি জোটের শরিকের হাতে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। এমন খবর দিল্লির অলিন্দে।

স্পিকার নির্বাচনের সাতদিনের মধ্যে ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি মেনে, ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের দেওয়া হয়। মোদী সরকার গত পাঁচ বছরে ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল। বিরোধীদের দাবি, এবার অন্তত সরকারের উচিত ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দেওয়া।

ইন্ডিয়া জোটের অন্দরের খবর, তৃণমূলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির মতো দলগুলির মধ্যে আলোচনা চলছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সর্বসম্মতভাবে কাউকে প্রার্থী করতে উদ্যোগী হয়েছে তৃণমূল। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি, এবারেও ডেপুটি স্পিকারের পদটি শাসক শিবিরের হাতেই থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Speaker, #bjp, #NDA, #Loksabha, #deputy speaker, #INDIA alliance

আরো দেখুন