দেশ বিভাগে ফিরে যান

লক্ষ্মীর ভান্ডারের আদলে প্রকল্প শুরু করছে মহারাষ্ট্রের NDA জোট সরকার

June 28, 2024 | < 1 min read

লক্ষ্মীর ভান্ডারের আদলে প্রকল্প শুরু করছে মহারাষ্ট্রের NDA জোট সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লক্ষ্মীর ভান্ডারের আদলে প্রকল্প শুরু করছে মহারাষ্ট্রের NDA জোট সরকার। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অজিত পাওয়ার শুক্রবার বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য ‘মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন’ প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পের অধীনে, রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলা প্রতি মাসে ১,৫০০ টাকা পাবেন। এই প্রকল্পটি জুলাই ২০২৪ থেকে বাস্তবায়িত হবে, পাওয়ার যোগ করেছেন। পাওয়ার তার বাজেট বক্তৃতায় বলেন যে এই প্রকল্পের জন্য ৪৬,০০০ কোটি টাকার বার্ষিক বাজেট বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের দিনহাটায় শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন, বিজেপি মহিলা মোর্চা নেতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজ্যসরকারের এই প্রকল্পকে ভিক্ষার সমতুল্য বলে দাবি করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#lakshmi bhandar scheme, #NDA Government, #Maharashtra

আরো দেখুন