হাতির হানা রুখতে ঝাড়গ্রামজুড়ে বসছে হাই মাস্ট সোলার লাইট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা ঝাড়গ্রাম জেলাজুড়েই হাতির হানা অব্যাহত। এবার জেলার বিভিন্ন প্রান্তে ৩৩টি হাই মাস্ট সোলার লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। যাতে ব্যয় হবে কোটি টাকা। অন্ধকারে হাতি দেখতে না পাওয়ায় সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হয়েছে। দুর্ঘটনাও ঘটেছে। তাই ধীরে ধীরে জেলার বেশকিছু এলাকায় হাই মাস্ট লাইট লাগানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। স্থানীয়দের মতে, হাতি আলো দেখলে ভয় পায়। অনেক সময় অন্ধকারে হাতি দাঁড়িয়ে থাকলেও বোঝা যায় না। আলো লাগানো খুব ভাল উদ্যোগ।
জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, জেলাজুড়ে হাতির সমস্যা রয়েছে। তাই আলোর ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষও আলোর সমস্যার কথা জানিয়েছেন। একদা তথাকথিত পিছিয়ে পড়া জেলার তালিকায় ধরা হত ঝাড়গ্রামকে। নুষ। তবে আজ পরিস্থিতির বদল হয়েছে। জেলার পরিকাঠামো বদলেছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। জেলার প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। তবে বহু এলাকায় রাস্তায় আলো না থাকার সমস্যা ছিলই। ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। আলো না থাকায় বেড়াতে আসা পর্যটকরাও সমস্যায় পড়েন। হাতির উপদ্রব দিন দিন বাড়ছে। অন্ধকারে হাতি দেখতে না পাওয়ায় বিপদে পড়েন আম জনতা। তাই দ্রুত আলো লাগানোর ব্যবস্থা করছে প্রশাসন।
জানা গিয়েছে, ঝাড়গ্রামের প্রতিটি ব্লকেই হাই মাস্ট লাইট লাগানো হবে। লাইট পিছু খরচ হবে ৫ লক্ষ টাকা। বিনপুর-১ ব্লকে ৪টি, বিনপুর-২ ব্লকে ৪টি, গোপীবল্লভপুর-১ ব্লকে ৪টি, গোপীবল্লভপুর-২ ব্লকে ৪টি, জামবনী ব্লকে ৩টি, ঝাড়গ্রাম ব্লকে ৫টি, নয়াগ্রাম ব্লকে ৫টি ও সাঁকরাইল ব্লকে ৪টি হাই মাস্ট লাইট লাগানো হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন গ্রামে সোলার লাইট লাগানোর পরিকল্পনাও রয়েছে।