রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপাল উদ্দেশে হুঁশিয়ারি কুণাল ঘোষের, কী বললেন তিনি?

June 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলের দুই ভাবী বিধায়কের শপথগ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে শাসক দলের সংঘাত আরও চরমে উঠেছে। এখনও শপথ নিয়ে উঠতে পারেননি সায়ন্তিকা, রেয়াতরা। এসবের মধ্যেই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে হুঁশিয়ারি কুণাল ঘোষের। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুণাল বলেন, ”রাজ্যপাল শপথে জটিলতা করেছেন। ওঁকে আমি চিনি। সিনিয়র মানুষ। উনি হয়রানি করছেন। সোমবার বিকেল ৩’টের মধ্যে রাজ্যপাল যদি দুই বিধায়কের শপথ গ্রহণের ব্যবস্থা না করেন….আনটোল্ড স্টোরি সামনে আসবে মঙ্গলবার।”

সেই ৪ জুন ভোটের রেজাল্ট বেরিয়েছে। তার পর থেকে তিন সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও বিধায়ক পদে শপথ নিয়ে উঠতে পারেননি বরাহনগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার। দুই ভাবী বিধায়কের শপথগ্রহণ নিয়ে গত কয়েকদিনে একের পর এক নাটকীয় মোড়ের সাক্ষী থেকেছে বঙ্গ রাজনীতি। বিষয়টিতে বেশ বিরক্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তবে বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য আশাবাদী এই জটিলতা বেশিদিন থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dr CV Ananda Bose, #Reyad Hossain Sarkar, #Kunal Ghosh, #Sayantika banerjee, #Swearing In Ceremony

আরো দেখুন