রাজ্য বিভাগে ফিরে যান

আরও আকর্ষণীয় উত্তরবঙ্গ ভ্রমণ! হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে এবার ভিস্তাডোম কোচ

July 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুখবর! হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেসে এবার যুক্ত হলো অত্যাধুনিক ভিস্তাডোম কোচ। আজ ১ জুলাই, ২০২৪ থেকেই শুরু হচ্ছে এই নতুন পরিষেবা।

জানা গিয়েছে, ভিস্তাডোম কোচে ছাদ ও পাশের জানলা স্বচ্ছ কাচ দিয়ে তৈরি, যা যাত্রীদের বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেবে। এখানে থাকছে আরামদায়ক পুসব্যাক চেয়ার। এছাড়াও গোটা যাত্রাপথে থাকছে উচ্চগতির ওয়াই-ফাই পরিষেবা। এই পরীক্ষামূলক ভিস্তাডোম কোচ আগামী ১ বছর, ৩০ জুন ২০২৫ পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের চাহিদা বাড়লে এটিকে শতাব্দী এক্সপ্রেসের স্থায়ী অংশে পরিণত করা হবে বলে জানা গিয়েছে।

হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ চালু হওয়ায় যাত্রীদের আরামদায়ক ও আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। উত্তরবঙ্গের ডুয়ার্স, দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াতকে আরও আকর্ষণীয় করে তুলবে। তাছাড়াও যাত্রীদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেবে বলে আশা করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#NJP Train, #Vista dome coach, #shatabdi train, #tourists

আরো দেখুন