দেশ বিভাগে ফিরে যান

দুদশকের পুরনো মামলায় ৬ মাসের জেল, কোন অপরাধে সাজা নর্মদা আন্দোলন খ্যাত মেধা পাটেকরের?

July 2, 2024 | < 1 min read

মেধা পাটেকর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরনো মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন নর্মদা আন্দোলনের বিখ্যাত সমাজকর্মী মেধা পাটেকর। দিল্লির নিম্ন আদালত তাঁকে ৬ মাসের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।

মেধার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ২০০০ সাল থেকে নর্মদা বাঁচাও আন্দোলন এবং মেধার বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে সাক্সেনার বিরুদ্ধে মামলা করেছিলেন মেধা। পালটা টিভি চ্যানেলে তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে সাক্সেনা মেধার বিরুদ্ধে আরও দুটি মামলা করেন।

মেধাকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত রায় দিয়ে বলেছে যে তাঁর মন্তব্যগুলি “শুধুমাত্র মানহানিকরই ছিল না বরং উস্কানিমূলকও ছিল।” ৬৯ বছর বয়সী মেধার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত তাঁকে সশ্রম কারাদণ্ড দেয়নি।

উল্লেখ্য, গুজরাটের একাধিক মানুষের সম্পদকে বন্ধক রাখা ও সেগুলিকে বিদেশে বিক্রি করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছিলেন মেধা পাটেকর। এমনকি নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধিতা করে সাক্সেনা মিথ্যে প্রচার করেছিলেন বলেও দাবি করেছিলেন মেধা।

মেধা জামিনের জন্য আবেদন করেছেন এবং আদালত তার জেলের সাজা ৩০ দিনের জন্য স্থগিত করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jail, #medha patkar, #defamation case

আরো দেখুন