← দেশ বিভাগে ফিরে যান
জুলাই মাসে ১২ দিন ছুটি! জেনে নিন কবে কোন ব্যাঙ্ক বন্ধ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন ছুটির কারণে নির্ধারিত ছুটির কারণে দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। মোট ১২ দিন ছুটির মধ্যে রবিবার ৪ দিন, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ২ দিন, স্থানীয় উৎসব ও মহরম ৬ দিন পড়েছে। তার জেরে সমস্যায় পড়তে চলেছেন গ্রাহকরা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হয়েছে জুলাই মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা।
একজরে দেখে নিন জুলাই মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা (২০২৪):
- ৩ জুলাই: Beh Dienkhlam (মেঘালয়)
- ৬ জুলাই: MHIP দিবস (মিজোরাম)
- ৭ জুলাই: রবিবার
- ৮ জুলাই: কং-রথযাত্রা (মণিপুর)
- ৯ জুলাই: Drukpa Tshe-zi (সিকিম)
- ১৩ জুলাই: দ্বিতীয় শনিবার
- ১৪ জুলাই: রবিবার
- ১৭ জুলাই: মহরম/আশুরা/U Tirot Sing Day (সমগ্র দেশ, ছাড়া গুজরাট, গোয়া, ওড়িশা, চণ্ডীগড়, সিকিম, আসাম, মণিপুর, অরুণাচল, কেরালা, নাগাল্যান্ড)
- ২১ জুলাই: রবিবার
- ২৭ জুলাই: চতুর্থ শনিবার
- ২৮ জুলাই: রবিবার