← রাজ্য বিভাগে ফিরে যান
রথযাত্রায় কোথায় ২৫ কুইন্টাল জিলিপি বিক্রি হল? জানেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রথযাত্রা ও জিলিপি একে অপরের পরিপূরক। রথের দিন সারা বাংলা মজে থাকে জিলিপি ও পাঁপড় ভাজায়। রথযাত্রা উপলক্ষ্যে কাকদ্বীপ বাজারে স্থায়ী অস্থায়ী দোকান মিলিয়ে মোট ৩০টি জিলিপির দোকান খোলা ছিল। জানা যাচ্ছে প্রায় ২৫ কুইন্টাল জিলিপি বিক্রি হয়েছে রাত পর্যন্ত।
কাকদ্বীপের এক প্রতিষ্ঠিত মিষ্টি দোকানের কর্ণধার নীলাদ্রি ঘোষ আনন্দের সঙ্গে বলেন দোকান খোলার আগেই দেখেন জিলিপি কেনার লাইন, যা দেখে তার ভালই লেগেছে।
অন্যান্য মিষ্টি বিক্রেতারা দোকান খোলার সময় দেখেন জিলিপি কেনার জন্য ইতিমধ্যেই ২০-২৫ জনের লাইন পড়ে গেছে দোকানের বাইরে। এক ক্রেতা বলেন চাহিদার জন্য রাতের দিকে না পাওয়ার কথা ভেবে সকালেই চলে এসেছেন জিলিপি কিনতে।