দেশ বিভাগে ফিরে যান

জিরো ওয়ারেন্টি’! শরিকদের ঘুষ দেওয়ার বাজেট – কটাক্ষ তৃণমূলের

July 23, 2024 | < 1 min read

আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী। এনডিএ সরকারের দুই শরিককে ঢেলে দেওয়া হয়েছে বাজেটে, এমনই বলছেন বিশ্লেষকেরা। ২০২৪-‘২৫ অর্থবর্ষের বাজেটকে ‘জিরো ওয়ারেন্টি’ ব্যর্থ বাজেট বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলগতভাবে তৃণমূলের বক্তব্য, “এই বাজেটে কেন্দ্র সরকারের দুই শরিককে ঘুষ দেওয়া হয়েছে। কোনও সরকার ভেঙে পড়ার আগে যেন সময় কিনতে চাইছে, তেমনই বাজেট হয়েছে।” দলের তরফে তৃণমূলের অবস্থান জানান, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটের প্রতিক্রিয়ায় লেখেন, “ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর পেশ করা বাজেট পুরোপুরি ব্যর্থ। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো জলন্ত সমস্যা মোকাবিলা করার বদলে বিজেপি সরকার বাঁচাতে বাজেটের মাধ্যমে শরিক দলদের ঘুষ দিল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #abhishek banerjee, #Sudip Banerjee, #Budget session, #Budget 2024, #Budget Session 2024, #Economic Survey

আরো দেখুন