রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভায় চার বিধায়ক শপথ নিলেন, রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার

July 23, 2024 | < 1 min read

বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী চার বিধায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব ঘোষণামতোই রাজ্যপালকে ছাড়া বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী চার বিধায়ক। মঙ্গলবার দুপুরে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঙ্গলবার রাজ্য বিধানসভায় শপথ নিলেন চার বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। বাদল অধিবেশনে এবার যোগ দিতে পারবেন তাঁরা। গতবার একইভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার শপথ নিয়ে রাজভবনের কোপে পড়েছিলেন। তাঁদের শপথ ‘অসাংবিধানিক’ বলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম না করে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশে বলেন, ‘‘লাইনে থেকে কথা বলুন। আপনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। আপনার বিরুদ্ধে কে জরিমানা দেবেন? ৫০০ টাকার ফাইন কেন চাই? টাকার খুব দরকার? নাকি জলপানের জন্য টাকা লাগবে? আমরা জলপানের ব্যবস্থা করে দিতে পারি।’’ এর পরেই মমতা বলেন, ‘‘নবাগত সদস্যেরা কী শিখবেন? বিধানসভায় পা রেখেই পেনাল্টি? এটা গণতন্ত্রে চলতে পারে না। স্পিকার যা করবেন, মেনে নেব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly, #Biman Banerjee, #four mlas, #tmc

আরো দেখুন