← রাজ্য বিভাগে ফিরে যান
আগস্টে ১৫ দিন ধরে বৃদ্ধ-বৃদ্ধাদের হেলথ চেক আপ হবে রাজ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের আগস্টে ১৫ দিন ধরে তাঁদের হেলথ চেক আপের পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। সুগার-প্রেশার থেকে হাঁটু-কোমরের ব্যথা, চোখ ও শ্রবণক্ষমতার পরীক্ষা—রোজকার ভোগান্তির একাধিক শারীরিক সমস্যা খতিয়ে দেখা হবে সেখানে। রাজ্যের গ্রামাঞ্চল এবং বহু পুর এলাকায় চালু আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে হবে এই চেক আপ। ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট—এক পক্ষকাল ধরে চলবে শিবিরগুলি।
বাংলার ৫৪০টি আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্রে হবে এগুলি। থাকবেন এইসব স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, যোগ প্রশিক্ষক, আশা, এএনএম ও অন্যান্য কর্মীরা। এজন্য চেক আপের অন্তত দু’সপ্তাহ আগে থেকে মানুষকে জানাতে বলা হয়েছে।