দেশ বিভাগে ফিরে যান

কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে ৯৪, এখনও চলছে উদ্ধারকাজ, দেখুন ভিডিও

July 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার ভোরে কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৯৪ জনের। ৩ বার ধস নামে এই এলাকায়। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।ভেসে গিয়েছে একাধিক বাড়ি। নিখোঁজ শতাধিক মানুষ। শতাধিক মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই মৃত্যু এবং ধ্বংসের এই বিভীষিকা দেখে কাঁদছে গোটা দেশ।

সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, ভারী বৃষ্টিজনিত কারণে আকাশপথেও ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। এ কারণে, মৃতের সংখ্যা আরও বাড়তে পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ১ অগস্ট, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হতে পারে রাজ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Heavy Rain, #Landslides, #kerala

আরো দেখুন