← খেলা বিভাগে ফিরে যান

দুরন্ত সিন্ধু ও লক্ষ্য সেন।
পিভি সিন্ধু ও লক্ষ্য সেন পৌঁছলেন নক আউটে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে উড়িয়ে নক আউটে পৌঁছলেন পিভি সিন্ধু। ২১-৫ এবং ২১-১০-এ দুটি গেম জিতে নেন সিন্ধু। ৩২ মিনিটে ম্যাচ জিতলেন সিন্ধু।
ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিকে হারান লক্ষ্য। স্ট্রেট গেমে ২১-১৮, ২১-১২ পয়েন্টে ম্যাচ জেতেন ভারতের তরুণ তুর্কি।