রাম মন্দিরের পর এবার নয়া সংসদভবনের ছাদ চুঁইয়ে জল! দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক বছরও পেরোলো না, ইতিমধ্যেই নয়া সংসদভবনের ছাদ চুঁইয়ে জল পড়তে আরম্ভ করেছে। মোদীর সাধের সেন্ট্রাল ভিস্তায় নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করল কংগ্রেস। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
কংগ্রেসের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংসদের লবিতে ছাদ চুঁইয়ে পড়ছে জল। বালতি পাতা রয়েছে। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে। ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে ভিডিওতে। রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন। লোকসভায় কংগ্রেসের মুখ্যসচেতক মাণিকম ঠাকুর এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন। তাঁর দাবি, মাত্র এক বছর আগে তৈরি হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঁইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নতুন ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না। সরকারকে তীব্র আক্রমণ করছে তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন, বলছেন, নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।
কিছু আগেই রামমন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। এবার নয়া সংসদভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ঘটনা মোদী সরকারের অস্বস্তি বাড়াল।