রাজ্য বিভাগে ফিরে যান

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করা না হলে রাজপথে নামবেন, হুঁশিয়ারি মমতার

August 1, 2024 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করা না হলে রাজপথে নামতে বাধ্য হবেন, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘‘এই ক্ষেত্রে জিএসটি নেতিবাচক। তার কারণ, মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে।’’ মমতার কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার যদি এই জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।’’

বৃহস্পতিবার রাজ্যসভায় এই একই বিষয় তুলে সরব হন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং সাকেত গোখলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী না মানলে তাঁর পদত্যাগ চান দোলা।’

বর্তমান কর কাঠামোয় জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হয়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তাঁরই সতীর্থ মন্ত্রী নিতিন গডকড়ী দাবি করেছেন, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি এক দিকে যেমন বিমাক্ষেত্রকে সঙ্কুচিত করছে, তেমনই প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা— এ দু’টির কর কাঠামো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা যায় কি না, সে ব্যাপারে অর্থমন্ত্রীকে আর্জি জানিয়েছেন গডকড়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #GST, #protests, #Nda govt, #Health schemes

আরো দেখুন