রাজ্য বিভাগে ফিরে যান

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

August 4, 2024 | < 1 min read

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা, কেমন থাকবে আজকের আবহাওয়া? ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলেছে। জলমগ্ন একাধিক এলাকা। তবে এখনই বৃষ্টি বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছেনা। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টিপাত। আগামী ৭ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#heavy rainfall, #Rain, #Weather Update, #Weather forecast, #Heavy Rain

আরো দেখুন