রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর আগে বাংলায় চালু হবে ‘এক রাজ্য এক কার্ড’, মিলবে কী কী সুবিধা?

August 5, 2024 | < 1 min read

বাংলায় দুর্গাপুজোর আগেই চালু হতে চলেছে ‘এক রাজ্য এক কার্ড’ প্রকল্প। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, দেশের প্রথম রাজ্য হিসাবে বাংলাতেই ধরনের কার্ড চালু হচ্ছে। কার্ডের মাধ্যমে বাস, ট্রাম, ফেরি, ক্যাব-সহ সমস্ত ধরনের সরকারি গণপরিবহণে যাত্রা করা যাবে। আলাদা করে টিকিট কাটার দরকার পড়বে না। এতে টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা কমতে পারে বলেও মনে করা হচ্ছে।

অভিন্ন কার্ডে গোটা বাংলায় ভ্রমণের সুযোগ মিলবে। রাজ্যের তিনটি সরকারি নিগমের ৩,০৫৭টি বাসে অভিন্ন কার্ড ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভাড়া সংগ্রহের ব্যবস্থাও থাকবে। যাত্রীরা যেকোনও জায়গা থেকে যেকোনও সময় অনলাইনে টিকিট রিজার্ভেশন করতে পারবেন।

যাত্রীদের জন্য মাল্টি পেমেন্ট সুবিধা যুক্ত একটি ওয়েবভিত্তিক রিজার্ভেশন পোর্টালের ব্যবস্থা করা হচ্ছে। ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড ভিত্তিক পেমেন্টের সুযোগ মিলবে তাতে। মাল্টি সিটি বুকিং এবং রাউন্ড ট্রিপ বুকিংয়ের সুবিধা থাকবে। ট্রেনের মতোই কার্ডে রিজার্ভেশন ভিত্তিক আসন নির্বাচন ও বুকিংয়ের সুবিধা মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #bus, #Tram, #Launch, #transport dept, #One state one card

আরো দেখুন