খেলা বিভাগে ফিরে যান

গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি?

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় দেখা গেছে ঠিকমতো হাঁটতে পারছেন না তিনি। শরীরের ভারসাম্য রাখতে পারছেন না তিনি। নিজেকে ঠিক রাখতে সামনো দাঁড়ানো একটি বাইকে হেলান দেন তিনি। এই ঘটনা দেখেই কয়েকজন যুবক তাঁর কাছে ছুটে আসনে। তারাই কাম্বলিকে গন্তব্যে পৌঁছতে সাহায্য করেন।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক সংবাদমাধ্যমের প্রতিনিধি। ইনস্টাগ্রামে ওই প্রতিনিধি লেখেন, ‘প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি রীতিমতো অসুস্থ। দীর্ঘদিন ধরেই শারীরিক ও বেশ কিছু ব্যক্তিগত সমস্যায় তিনি নাজেহাল হয়ে রয়েছেন।’ তীব্র হতাশার পাশাপাশি হার্টের সমস্যাও রয়েছে তাঁর। এই ছবি ভাইরাল হতেই অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন ক্রিকেট মহলের বিশিষ্টরা। প্রাক্তন ক্রিকেটার যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাও করেছেন ভক্তরা।

দেশের হয়ে ১০০–র বেশি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট খেলেছিলেন কাম্বলি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রান রয়েছে তাঁর। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬২।

TwitterFacebookWhatsAppEmailShare

#vinod kambli, #Former cricketer, #Health, #Cricketer

আরো দেখুন