অতিরিক্ত ওজনের জেরে এর আগেও ভুগতে হয়েছে ভিনেশ ফোগতকে?
August 7, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বপ্নভঙ্গ হয়েছে, একশো গ্রাম অতিরিক্ত ওজনের জেরে অলিম্পিক থেকে ছিটকে গিয়েছেন ভিনেশ। কোনও পদকই পাবেন না তিনি। তবে এই প্রথম নয়! এর আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারতের এই কুস্তিগির। রিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের একটি ম্যাচের আগে তাঁর অতিরিক্ত ওজন সমানে আসে। ওয়ার্ল্ড অলিম্পিক কোয়ালিফাইং ইভেন্ট থেকে বাদ যান ভিনেশ।
২০১৬ সালের এপ্রিলে, রিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে নামার প্রাক্কালে দেখা যায়, ভিনেশের ওজন চার’শো গ্রাম বেশি। তখন ৪৮ কেজি বিভাগে লড়তেন ভিনেশ। ওজন বেশি হওয়ায় ওই প্রতিযোগিতা থেকে তাঁকে ‘ডিসকোয়ালিফাই’ করে দেওয়া হয়। যদিও অন্য একটি বিশ্বমানের প্রতিযোগিতা জিতে রিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন ভিনেশ। এবার প্রায় আট বছর পর ফের একই পরিস্থিতির সৃষ্টি হল। নিশ্চিত পদক খোয়ালেন ভিনেশ।