রাজ্য বিভাগে ফিরে যান

জানেন রাজ্যের কোথায় কোথায় রয়েছে Youth Hostel? জেনে নিন বুকিংয়ের উপায়

August 12, 2024 | 2 min read

যুব আবাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের যুবকল্যাণ দপ্তরের পরিচালনায় প্রায় প্রতিটি জেলায় রয়েছে ‘যুব আবাস’। বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক সময়ই কাজের প্রয়োজনে যুবক-যুবতীদের ঘুরেবেড়াতে হয়, তাদের চিন্তা থাকে থাকার জায়গা নিয়ে। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গড়ে ওঠা যুব আবাস। যেখানে খুব স্বল্প খরচে থাকা যায়।

সারা বাংলাজুড়ে প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে যুব আবাস। প্রতি রাতের ভিত্তিতে টাকা দিতে হয়। কেবলমাত্র থাকারই সুবিধা রয়েছে, খাওয়ার কোনওরকম ব্যবস্থা নেই। সর্বাধিক তিন দিনের জন্য ইয়ুথ হোস্টেল বুক করা যায়। এককভাবে বা পরিবারের সঙ্গে যে কেউ এই আবাসে থাকতে পারেন। হোস্টেলে চেক-ইনের সময় সকাল ৯ টা আর চেক-আউটের সময় সকাল ৮.৩০ টা।

বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা রয়েছে যেমন ডরমেটরি , AC রুম, NON AC রুম, সিঙ্গেল রুম, ডবল বেডরুম ইত্যাদি। এক একটা ঘরের ভাড়া এক এক রকম। AC রুমের ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকার মতো, সিঙ্গেল রুমের ভাড়া ২০০ থেকে ২৫০-র আশপাশে।

সারা বাংলায় মোটামুটি সব জেলাতেই রয়েছে Youth Hostel, সেগুলো হল-

আলিপুরদুয়ার- জলদাপাড়া যুব আবাস
বাঁকুড়া- বিষ্ণুপুর যুব আবাস
বাঁকুড়া- মুকুটমনিপুর যুব আবাস
বাঁকুড়া- রামকিঙ্কর ইয়ুথ হোস্টেল
বীরভূম- বক্রেশ্বর যুব আবাস
মালদহ- যুব আবাস
জলপাইগুড়ি- চালসা যুব আবাস
মুর্শিদাবাদ- লালবাগ ইয়ুথ হোস্টেল
নদিয়া- মায়াপুর ইয়ুথ হোস্টেল
পুরুলিয়া- অযোধ্যা পাহাড় ইয়ুথ হোস্টেল
বোলপুর- যুব আবাস
গঙ্গাসাগর- যুব হোস্টেল
কলকাতা- সল্টলেক যুব হোস্টেল

এছাড়াও এক একটি জেলায় একাধিক Youth Hostelও রয়েছে।

Youth Hostel বুকিংয়ের পদ্ধতি:

রাজ্যের বিভিন্ন যুব আবাসে কটা রুম খালি রয়েছে এবং তার ভাড়া কত জানতে পারা যায় https://youthhostelbooking.wb.gov.in/pages/TariffChart.aspx লিংক থেকে।

অনলাইন এবং অফলাইন দুই ভাবেই যুব আবাস বুক করা যায়। অফলাইন বুকিংয়ের ক্ষেত্রে মৌলালির কার্যালয়ে যোগাযোগ করতে হবে। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রথমে Youth Hostel বুকিংয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েব লিঙ্কটি হল-
https://youthhostelbooking.wb.gov.in/Pages/SearchAvailability.aspx
সিলেক্ট লোকেশন অপশনে গিয়ে যে এলাকার হোস্টেল বুকিং করতে চাইছেন সেই লোকেশন দিন। কোন দিন কটা রুম বা বেড খালি রয়েছে তা দেখতে পাবেন। এরপর পছন্দমতো ডেট, রুম পচ্ছন্দ করে ক্লিক করুন। লগ-ইন অপশনে অথবা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে টাকা দিলেই যুব আবাস বুক হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Youth Hostel

আরো দেখুন