← রাজ্য বিভাগে ফিরে যান
দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি? জানুন আবহাওয়ার হালহকিকত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাজুড়ে জারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘেরও আনাগোনা। আজ থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গল-বুধ-বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ অগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং নদীয়া জেলায়।