দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মাত্র কয়েকদিন পরেই শারদ উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। শহর থেকে গ্রামবাংলায় ছোট–বড় দুর্গাপুজো অনেক হয়। তবে এবার দুর্গাপুজো করার আগে শুরু হচ্ছে উদ্যোক্তাদের সরকারি অনুমতি নেওয়ার আইনি প্রক্রিয়া। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা গতকাল সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন।
দুর্গাপুজোর ছাড়পত্র দেওয়ার অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের এই নির্দেশিকা জারি হতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো কমিটিগুলির। দুর্গাপুজো উদ্যোক্তদের ছাড়পত্রের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। মুখ্যসচিব গোটা বিষয়টি নিয়ে জানিয়ে দিয়েছেন, সকলকে বাধ্যতামূলকভাবে ওই পোর্টালে আবেদন করতে হবে। জমা দিতে হবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। এই আবেদনের ভিত্তিতেই অনলাইনে জেলা প্রশাসন দমকল, বিদ্যুতের অনুমোদন দিয়ে দেবে। সুতরাং পরিষেবা মিলবে এক ঝটকায়। এখন একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। সেটি হল, শহর থেকে মানুষ গ্রামের নামকরা দুর্গাপুজো দেখতে যাচ্ছেন। গ্রামবাংলা থেকেও মানুষ শহরে আসছেন।
এই শহরের মানুষ গ্রামের পুজো দেখতে যাওয়ার ফলে সেখানেও ভিড় বাড়ছে। তাই নানা ব্যবস্থা নিতে হচ্ছে। এবার মুখ্যসচিব বিষয়টি নিয়ে বলেন, ‘ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এই ধরনের পোর্টাল তৈরি করেছে। এবার তাই সেগুলি দেখে জেলাশাসকদেরও এই পোর্টাল চালু করে ছাড়পত্র দেওয়ার অনুমতির ব্যবস্থা করতে বলা হয়েছে। যাতে জেলার দুর্গাপুজো সংক্রান্ত সমস্ত তথ্য কেন্দ্রীয়ভাবে জেলাশাসকের পোর্টালে থাকে।