কীভাবে পালিত হচ্ছে শ্রীনগরের লালচকে স্বাধীনতা দিবস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। স্বধীনতা দিবস উপলক্ষ্যে শ্রীনগরের ঐতিহাসিক লালচকে উড়ছে ভারতের জাতীয় পতাকা। একদা লালচক হয়ে উঠেছিল পাথর নিক্ষেপকারীদের গড়।
উল্লেখ্য, নিয়মিত পাকিস্তান জিন্দাবাদ ও ইন্ডিয়া গো ব্যাক স্লোগান শোনা যেত লালচকে। সেনাবাহিনীকে লক্ষ্য করে উন্মত্ত ভিড়ের তাণ্ডবও চলত। আজ সেই ঐতিহাসিক লালচকেই ভারতের জাতীয় পতাকা উড়ছে। লালচকের বিখ্যাত ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উড়ছে। সন্ত্রাসের ছবি অনেকাংশে পাল্টে গিয়েছে।
আজ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। বীর শহিদদের প্রাণ বিসর্জন ও বলিদানের মাধ্যমে এসেছে স্বাধীনতা, স্বধীনতার বীর সেনানীদের আজ স্মরণ করছে গোটা দেশ। লালচকে তেরঙ্গা উড়িয়ে স্বাধীনতা দিবস পালনের ছবি সামনে এসেছে। এবার ১৫ আগস্টে কাশ্মীর উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বহাল রয়েছে। জঙ্গি হানার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরালো রাখা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের জেলাগুলিতে সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে।