হাসপাতালে ডাক্তার সহ সমস্ত মহিলাকর্মীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্য – দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাসপাতালে নাইট শিফটে কর্মরতা ডাক্তার এবং মহিলাকর্মীদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিলো রাজ্য সরকার। এই অর্থে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।
কী জানালেন মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, দেখে নিন:
নারী চিকিৎসকদের কর্মঘণ্টা ১২ ঘণ্টার বেশি হওয়া উচিত নয় এবং রাতের ডিউটি যতটা সম্ভব এড়ানো উচিত।
মহিলাদের জন্য টয়লেট সহ পৃথক মনোনীত বিশ্রাম কক্ষ থাকতে হবে।
নারী স্বেচ্ছাসেবকদের রাত্রি সাথী নামে একটি বাহিনী হবে।
সেফ রুমগুলোয় সিসিটিভি নজরদারি করা হয়েছে।
রাত্রি সাথিতে অ্যালার্ম সহ বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরী হয়েছে যা স্থানীয় PS-এর সাথে সংযুক্ত থাকবে।
আতঙ্কের পরিস্থিতির জন্য 112 স্থাপন করা উচিত এবং নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত।
ইতিমধ্যেই যৌন হয়রানির জন্য বিশাখ কমিটি গঠন করবে সব সংস্থা।
নারী নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি জেলা জুড়ে আয়োজন করা হবে।
মহিলা কলেজ, হাসপাতাল ও মহিলা হোস্টেলে রাতের পুলিশ টহল দিচ্ছে।
স্টাফ ও ফ্যাকাল্টির জন্য পরিচয়পত্র পরা বাধ্যতামূলক করা হবে।
নিরাপত্তা প্রহরী পুরুষ ও মহিলা উভয়ই হতে হবে।