কলকাতা বিভাগে ফিরে যান

কর্মবিরতি হোমিওপ্যাথি এবং ডেন্টাল কলেজ-হাসপাতালে, অসহায় রোগীরা

August 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার হোমিওপ্যাথি এবং ডেন্টাল কলেজ-হাসপাতালেও কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকেরা। শনিবার সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি এবং আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের একাংশ ও ছাত্র-ছাত্রীরা কর্মবিরতি পালন করলেন। অসহায় অবস্থা রোগীদের, দাঁতের ব্যথায় কাতর রোগীদের ক্ষেত্রে এখন ভরসা ডেন্টাল ক্লিনিকগুলি। রোগীদের বক্তব্য, বেসরকারি ক্লিনিকের ব্যয়ভার বহন করা খুব কঠিন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে সকাল থেকেই চিকিৎসক ও ছাত্র-ছাত্রীরা অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন। আউটডোরে আসা রোগীরা তা দেখে ফিরে যেতে বাধ্য হন। দুপুরের দিকে আন্দোলনরত চিকিৎসকরা চলে যান। তারপর হাসপাতাল চত্বর পুরো শুনশান হয়ে পড়ে।

অন্যদিকে, আর আহমেদ ডেন্টাল কলেজেও কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। ওপিডি চালু ছিল। হাতে গোনা কয়েকজন চিকিৎসক ছিলেন। তাও বেশিক্ষণ খোলা রাখা হয়নি। যাঁদের শারীরিক অবস্থা খুব সঙ্গিন, শুধুমাত্র তাঁদের চিকিৎসা হয়েছে। বাকিরা অনেকে ফিরে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Incident, #RG Kar Hospital Incident, #dental colleges and hospitals, #Strike, #Homeopathy

আরো দেখুন