রাখি উপলক্ষ্যে দেশজুড়ে ১২ হাজার কোটি টাকার ব্যবসার লক্ষ্যমাত্রা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যবসায়ীদের আশা, রাখিবন্ধন উৎসবে গোটা দেশজুড়ে প্রায় ১২ হাজার কোটি টাকার ব্যবসা হবে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের বক্তব্য, গতবার রাখিবন্ধন উৎসবে অনেকটাই কোণঠাসা ছিল চীনা পণ্য। এবারে আরও বেশি কোণঠাসা। কাঁচামাল বা রাখি, গোটা বাজারেই চীনের দাপট চলত।
কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল তথা সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, গতবছর উৎসব দু’দিন ধরে চলে। তাতে দেশজুড়ে প্রায় ১০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবার ব্যবসা ১২ হাজার কোটিতে পৌঁছবে বলে আশা তাঁর। সংগঠনের দাবি, কুটির শিল্পের মাধ্যমে যে রাখিগুলি তৈরি হয়েছে, তা গ্রামীণস্তরে মানুষের হাতে নগদ পয়সা এনে দিয়েছে।
কনফেডরেশনের হিসেব অনুযায়ী, ২০১৮ সালে মাত্র তিন হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল রাখিপূর্ণিমায়। এবার ব্যসায়ীরা, রাখির পাশাপাশি উপহার সামগ্রী, ভোগ্যপণ্য এবং মিষ্টি থেকে বিপুল অঙ্কের ব্যবসার প্রত্যাশায় রয়েছেন। কলকাতার পাটের তৈরি রাখির পাশাপাশি রয়েছে ছত্তিশগড়ের কোসা রাখি, মুম্বইয়ের সিল্ক রাখি, নাগপুরের খাদির রাখি, মধ্যপ্রদেশের সাতনার উলের তৈরি রাখি, ঝাড়খণ্ডের বাঁশের রাখি, কানপুরের মুক্তোর রাখি, কেরলের খেজুরের তৈরি রাখি, অসমে চায়ের পাতায় তৈরি রাখি, বিহারের মধুবনি ও মৈথিলি কারুকাজের রাখির মতো হরেক পণ্যের চাহিদা রয়েছে। ফুলের তৈরি রাখি, ভারতমাতা বা তেরঙ্গা রাখির বিক্রি ভালোই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।