পুজোর আগে তাঁতিদের সহায়তা রাজ্য সরকারের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১ এপ্রিল রাজ্য হ্যান্ডলুম ও খাদি দপ্তরের তরফে ফিনান্সিয়াল বেনিফিট স্কিমের মাধ্যমে তাঁতিদের সাহায্য করার প্রস্তাব আসে। লোকসভা নির্বাচন শেষ হতেই তাঁতিদের প্রকল্পের সুবিধা দিতে কাজ শুরু করে দেয় জেলা হ্যান্ডলুম দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাঁত মেরামত করার জন্য ৫ হাজার এবং সুতো কিনতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একজন তাঁতি মোট ১৫ হাজার টাকার সুবিধা নিতে পারবেন। যেসব তাঁতি দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করিয়েছিলেন, তাঁরাই একমাত্র সহায়তা পাবেন। এই উদ্যোগের ফলে পুজোর আগে নতুন করে কাজ শুরু করতে পারবেন তাঁতিরা।
এই সরকারি সহায়তায় উপকৃত হবেন জেলার প্রায় চার হাজার তাঁতি। ঠেঙ্গাপাড়া জেলা হ্যান্ডলুম দপ্তর থেকেই মিলবে আর্থিক সহায়তার ফর্ম। জেলার মধ্যে সর্বাধিক তাঁতি রয়েছেন গঙ্গারামপুরে। হস্তচালিত তাঁতে কাজ করায় খরচ দিনদিন বাড়ছে। বাধ্য হয়ে তাঁত ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন তাঁতিরা। তাঁদের মধ্যে অনেকে আগের পেশা ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সরকারি সাহায্য পেলে তাঁদের অনেকটাই সুরাহা হবে। জেলা হ্যান্ডলুম দপ্তরের আধিকারিক জয় রায় বলেন, বাজারে হস্তচালিত তাঁতের কাপড়ের চাহিদা রয়েছে। কিন্তু পাওয়ার লুম চলে আসায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না তাঁতিরা। পুজোর আগে রাজ্য সরকারের উদ্যোগে জেলার তাঁতিদের তাঁত মেরামত ও সুতো কেনার জন্য আর্থিক সাহায্য করা হবে। ফর্ম তৈরি করে নিয়েছি। পোর্টালে তাঁতিদের নামের তালিকা চলে এসেছে। দুয়ারে সরকার ক্যাম্পে যেসব তাঁতি রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁরাই এই সুবিধা পাবেন।