দুর্নীতির অভিযোগ তোলপাড় বিশ্বভারতী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: র্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় বিশ্বভারতী। সম্প্রতি ইউজিসি বিশ্বভারতীর গুরুত্বপূর্ণ ছ’টি বিভাগে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহিরও নির্দেশ দেওয়া হয়েছে। আর নিশানায় থাকা ওই আধিকারিকদের একটা বড় অংশ বিদ্যুৎবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে অনেকের দাবি। যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে ছ’টি বিভাগ ইউজিসি’র তিরে বিদ্ধ সেগুলি হল বেসরকারি নিরাপত্তা এজেন্সি, গভর্মেন্ট ই-মার্কেট, সম্পত্তি বিভাগ, লিগ্যাল সেল, অ্যাকাউন্টস ও ইঞ্জিনিয়ারিং। এই প্রতিটি বিভাগ থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে। ফলে, তদন্ত শুরু করলে অনেক রাঘববোয়াল বেকায়দায় পড়তে পারেন বলে মনে করছেন বিশ্বভারতীর কর্মী ও আধিকারিকদের একটা বড় অংশ। কেননা অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে। এমনটাও বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তেমন হলে প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছে অধ্যাপক সংগঠন ভিবিউফা। এমতাবস্থায় অভিযুক্তরা কী জবাব দেন, তার উপর নির্ভর করছে ইউজিসির পরবর্তী পদক্ষেপ।