দেশ বিভাগে ফিরে যান

স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে ১৮% GST কমানোর দাবিতে অর্থমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

August 25, 2024 | 2 min read

স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে ১৮% GST কমানোর দাবিতে অর্থমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটির বোঝা চাপিয়েছে কেন্দ্র সরকার। এ খবর প্রকাশ্যে আসতেই সরব হন ইন্ডিয়া জোটের সাংসদেরা। সংসদে বিক্ষোভ দেখান তাঁরা। স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি কমানোর দাবিতে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠিও দেন তিনি। এবার জিএসটি পরিষদের বৈঠকের আগে একই দাবিতে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর জিএসটি পরিষদের বৈঠক হয়েছে। গত তিন বছরে শুধু স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি চাপিয়ে ২৪,৫০০ কোটি টাকা আদায় করা নিয়ে তোপ দাগেন রিরোধীরা। বৈঠকের আগে ফের চিঠি দিলেন তৃণমূলের সাংসদ, এখন দেখার আদৌ আম জনতার উপর থেকে পণ্য ও পরিষেবা করের বোঝা লাঘব হয় কি-না।

দেখুন সেই চিঠি

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #GST, #Finance Minister, #health and life insurance premiums

আরো দেখুন