রাজ্য বিভাগে ফিরে যান

পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি ছাত্রসমাজের আন্দোলনকারীদের, ভাঙল ব্যারিকেডও

August 27, 2024 | < 1 min read

পুলিশের দিকে লক্ষ্য করে মুহূর্মূহ ইট, পাথর ও বোতল ছোঁড়া হচ্ছে আন্দোলনকারীদের দিক থেকে। ছাত্রদের মিছিল দাবি করা হলেও মিছিলে অধিকাংশের বয়স পঞ্চাশের বেশি।

সাঁতরাগাছিতে পুলিশের দিকে লাঠি, ইট নিয়ে তেড়ে যাচ্ছেন আন্দোলনকারী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দলোনকারীদের ইটের আঘাতে জখম এক র‌্যাফ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ছাত্রসমাজের ‘নবান্ন চলো’ অভিযানের দিন, মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মাইকে এই মর্মেই প্রচার চালাচ্ছে পুলিশ। বলা হচ্ছে, শান্তিপূর্ণ ভাবে মিছিল করুন। কেউ বাধা দেবে না। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না।

তারপরে আন্দোলনকারীরা আক্রমণ করল পুলিশকর্মীদের। চন্ডিতলা থানার সিআই সঞ্জীব গাঙ্গুলির মাথা ফাটল আন্দোলনকারীদের ছোঁড়া পাথরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#nabanna abhijan, #Nabanna March

আরো দেখুন