আরজি কর কাণ্ডে মেডিকাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল IMA
August 28, 2024 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডে মেডিকাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল আইএমএ(IMA)। দিল্লিতে আইএমএর সদর দপ্তরের শৃঙ্খলারক্ষা কমিটি সাসপেন্ড করল তাঁকে। এই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে ।
আরজিকরে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকা ভালভাবে নেয়নি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, রাজ্যে আইএমএ (বেঙ্গল) ও এর বিরুদ্ধে সরব হয়েছিল। তারা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র সমালোচনা করেছিল ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে।