দেশ বিভাগে ফিরে যান

ভারত বিরোধী পোস্টে লাইক করায় দেশে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশি পড়ুয়াকে

August 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্টে লাইক করায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল সেদেশের এক ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে অসমের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি)।

মঙ্গলবার কাছাড়ের পুলিস সুপার নুমাল মাহাট্টা জানিয়েছেন, ওই ছাত্রীকে ‘বিতাড়িত’ করা হয়নি। বাংলাদেশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবারই করিমগঞ্জ জেলার সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ওই ছাত্রী বাংলাদেশে ফিরে গিয়েছেন। পুলিস সুপার জানিয়েছেন, ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ওই ছাত্রী ফেসবুকে একটি ভারত বিরোধী পোস্টে ‘লাভ রিঅ্যাক্ট’ দেন। এনআইটি-রই এক প্রাক্তন ছাত্র ওই পোস্ট করেছিলেন। শাহাদাত হোসেন নামে ওই ছাত্র ছয় মাস আগে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে গিয়েছেন।

মাহাট্টার দাবি, ওই পোস্ট দেখে অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন। তারপর মাহাজাবিন নিজেই দেশে ফিরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই মতোই ব্যবস্থা করা হয়েছে। তিনি ফিরে এসে পড়াশোনা শেষ করবেন কিনা, সেই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান পুলিস সুপার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #National Institute of Technology, #anti-India post

আরো দেখুন