হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

আলোচনার কেন্দ্রবিন্দুকে কেবলই RG kar, শোনা যাচ্ছে নানা ‘conspiracy theory’

August 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গের মহিলা ভোটের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দখলেই থাকে। বারবার তাঁর মহিলা ভোট ব্যাংককেই টার্গেট করে বিরোধীরা। কয়েক মাস আগে সন্দেশখালি ‘ব্যাক ফায়ার’ করেছে। এবার আরজি কর নিয়ে উত্তাল গোটা দেশ। চিকিৎসকদের সহজেই আক্রমণ করা যায়, কারণ রাতে এমার্জেন্সিতে তাঁরা একা কাজ করেন।

আরজি কর ঘটনার মোড়কে ঢাকা পড়ে যাচ্ছে নানা কিছু, হিন্ডেনবার্গের বিস্ফোরক রিপোর্ট থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে সিপিএম নেতা সুশান্ত ঘোষের অপসারণ, যোগী রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিল! এমনকি অন্যান্য ধর্ষণের ঘটনাও আড়ালে চলে যাচ্ছে। বিহারের মুজফফরপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে গিয়েছে এরই মধ্যে। উত্তরাখণ্ড থেকে যোগী রাজ্য, সর্বত্র মহিলাদের উপর অপরাধ বাড়ছে। এতে চুপ কেন্দ্র, রাতে কি এনডিএ-র সহায়ক দল বা বিজেপির শাসনাধীনে রয়েছে রাজ্যগুলো। বাংলার ক্ষেত্রে লাগাতার ভুয়ো খবর, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে রাজ্যে অরাজকতা সৃষ্টি করছে। উদ্দেশ্যে কি একটাই? রাজনৈতিকভাবে বঙ্গে জমি ফিরে পাওয়া?

TwitterFacebookWhatsAppEmailShare

#RG Kar Incident, #RG Kar Hospital, #RG Kar case, #Conspiracy, #Rg kar

আরো দেখুন