রাজ্য বিভাগে ফিরে যান

কর্মবিরতি না করেও প্রতিবাদ জানানো যায়, পথ দেখালেন রায়গঞ্জের চিকিৎসক

August 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্মবিরতি নয়। রাস্তায় রাস্তায় মিছিলে-স্লোগানে যোগ দিয়ে গর্জে ওঠা নয়। পথসভার ভাষণে কিংবা সামাজিক মাধ্যমে সরব হওয়া নয়। তবে আরজি করে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যা হয়েছে, সেই নৃশংসতাও যে কোনওভাবেই মন থেকে মোছা যাবে না। তাই অভিনব প্রতিবাদের পথ বাছলেন রায়গঞ্জের উকিলপাড়ার চিকিৎসক দেবব্রত রায়।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বর্ষীয়ান চিকিৎসক দেবব্রত বাবু নিজের বাড়িতে ক্লিনিক চালান। বুধবার থেকে তিনি প্রেসক্রিপশনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা স্ট্যাম্প সাঁটাচ্ছেন। দাবি, আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি। তাঁর প্রতিবাদের ধরনে অনুপ্রাণিত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের একাধিক চিকিৎসকও প্রেসক্রিপশনের পাশে আর জি করের বিচারের দাবিতে সোচ্চার হলেন। প্রেসক্রিপশনে রাবার স্ট্যাম্প দিয়ে চিকিৎসকদের এই নতুন প্রতিবাদী ভাষা নজর কাড়ছে সকলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#raiganj, #Prescription, #Rg kar, #RG Kar Protest, #Protest

আরো দেখুন