দেশে কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত নয়, শীর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বলছে কেন্দ্রের রিপোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী হোক কিংবা বিজেপি শাসিত রাজ্য, সমগ্র ভারতেই কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত নয়। আগস্ট মাসেই প্রকাশ্যে এসেছে পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট—‘উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩’। তাতে রীতিমতো স্পষ্ট দেশজুড়ে নারীসুরক্ষার এই বেহাল দশা। এমনকী মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের তালিকায় গেরুয়া ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশই যে শীর্ষে, তাও আড়ালে নেই ২১২ পাতার সেই নথিতে।
ওই রিপোর্টের ১৩১ নম্বর পাতায় বলা হয়েছে, দেশে সর্বাধিক ধর্ষণের শিকার হয়েছে ১৮ থেকে ৩০ বছর বয়সের মহিলারা। তাঁদের মধ্যে অধিকাংশই কোথাও না কোথাও কর্মরতা। প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থান পর্যন্ত যাতায়াত করতে হয় ওই নির্যাতিতাদের। কর্মক্ষেত্রে অনেক রাত পর্যন্ত থাকতে বাধ্য হওয়াও মহিলাদের উপর নির্যাতনের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। দেশে নারী-পুরুষদের স্বাস্থ্য থেকে শুরু করে তাঁদের উপর হওয়ায় নির্যাতন সংক্রান্ত সমস্ত তথ্য রয়েছে মোদি সরকারের ওই রিপোর্টে। তাতেই রাজ্যে রাজ্যে নারী নির্যাতনের চিত্র তুলে ধরেছে কেন্দ্র। এমনকী কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে, ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনা নারীদের স্বাধীনভাবে কাজ ও রোজগারের সাংবিধানিক অধিকার খর্ব করছে। কর্মক্ষেত্রে নারী নির্যাতনের ঘটনা এড়াতে সরকারের তরফে বিশেষ হেল্পলাইন নম্বর সহ একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বেশ কিছু খামতি এখনও রয়ে গিয়েছে। সেব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। আরও একটি চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে এই রিপোর্টে। তা হল, ১৬ বছরের কম বয়সি মেয়েদের উপর হওয়া নির্যাতনের ঘটনার যথাযথ নথিভুক্তিকরণ হচ্ছে না। মূলত, সামাজিক কারণেই সেই ঘটনাগুলি সামনে আসছে না বলেও দাবি মন্ত্রকের।