খেলা বিভাগে ফিরে যান

আজ নবাবের শহরে ইস্ট-মোহন ডার্বি, কে দেবে টেক্কা?

September 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার লখনউয়ে কেডি সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। নবাবের শহরে ফেডারেশনের উদ্যোগে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান। তবে সিনিয়র দল নয়, দুই শিবিরের রিজার্ভ দলই খেলবে ডার্বি। দু’দলই কোনওরকম অনুশীলন ছাড়া সোমবার সন্ধ্যায় ম্যাচ খেলতে নামবে।

লাল-হলুদ কোচ বিনো জর্জ কেরল থেকে লখনউয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিনোর কথায়, ইস্টবেঙ্গল আর মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে এই দুই দল মুখোমুখি হলে সমর্থকদের আবেগ অন্যরকম রূপ নেয়। সেই আবেগের গ্রাস থেকে ফুটবল। তিনি আরও বলেন, জয়ের লক্ষ্য নিয়েই নামবেন। মোহনবাগান কোচ ডেগি কার্ডোজও বলেন, ডার্বি যে শহরেই হোক না কেন, সমর্থকদের উন্মাদনা একই রকম থাকে। আমরা ম্যাচটা গুরুত্ব দিয়েই খেলব। বিজয়ী হয়ে ফেরাই আমাদের লক্ষ্য।

দিল্লি, মুম্বই, ভুবনেশ্বর, গুয়াহাটি, কোচি-সহ মোট ২২ শহর সাক্ষী থেকেছে কলকাতা ময়দানের দুই প্রধানের ‘ডার্বি’-র। লখনউয়ে প্রথম মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#mohubagan, #Derby, #East Bengal, #Lucknow

আরো দেখুন