ধর্ষকদের ফাঁসির সাজা নিশ্চিত করতে বিধানসভায় বিশেষ অধিবেশন, কী অবস্থান নেবে বিরোধীরা?
September 2, 2024 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ধর্ষকদের যাতে ফাঁসির সাজা হয়, সে ব্যবস্থা করতে চলেছে বাংলার সরকার। আজ বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। অধিবেশনেই সম্ভবত আনা হতে পারে বিল। এই বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।
জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার বিল পেশ করা হবে। অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি। ধর্মতলায় বিজেপির ধর্না থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে। দল হিসেবে বিজেপি বিধানসভায় তা দেখিয়ে দেবে। সোম ও মঙ্গলবার বিধানসভা যে উত্তাল হতে চলেছে তা স্পষ্ট। যদিও বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিল সমর্থনের কথা বলেন। কিন্তু উল্টো মেরুতে রয়েছেন শুভেন্দু ও দিলীপ।