দেশ বিভাগে ফিরে যান

জোর ধাক্কা! এবার স্বাস্থ্যবিমা থেকে GST প্রত্যাহার মোদীর?

September 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শরিক সামলে একের পর এক ইস্যুতে পিছু হঠছেন মোদী। স্বাস্থ্যবিমা থেকে জিএসটি অপসারণ করা হবে বলে শোনা যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে আলোচনা হবে। সরকারের মধ্যে থেকে নীতিন গাদকারি প্রথম এই দাবি করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে লিখেছিলেন চিঠি। সংসদের অন্দরে এবং বাইরে বিরোধীরা লাগাতার ওই একই দাবি করে চলেছে। জানা যাচ্ছে, খোদ আরএসএসও চাইছে। আগামীতে বিমার প্রিমিয়াম থেকে জিএসটি মকুব হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জাতি ভিত্তিক জনগণনা নিয়ে বিরোধীদের সঙ্গে সহমত হল আরএসএস। কেরলের পালাক্কাড়ে তিনদিন ধরে চলা আরএসএসের সম্মেলনের শেষে সাংবাদিক সম্মেলনে আরএসএস জানিয়েছে, যদিও জাতিগত জণগণনা নিয়ে তাদের নীতিগত কোনও আপত্তি নেই। তবে এটাও ঠিক যে, জাতিগত জণগণনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রসঙ্গত সেপ্টেম্বর থেকেই শুরু হবে সেন্সাস। ২০২০ সাল থেকে যে সেন্সাস হওয়ার কথা ছিল, সেই সেন্সাস এবার হতে চলেছে। সেন্সাস পর্বে যেন কাস্ট সেন্সাসও হয়, এই দাবিতে রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছেন।
সোমবার আরএসএস আনুষ্ঠানিকভাবে রাহুলের সিলমোহর দিল বলা চলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #GST, #health insurance, #Modi Government

আরো দেখুন